‘যোগ নগরী’ হৃষীকেশ স্টেশনের ভোল বদল, ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

ভ্রমণ অনলাইন ডেস্ক : করোনা অতিমারির মধ্যে ভোল পালটে গিয়েছে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেলপথে হৃষীকেশ স্টেশনের। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত শেয়ার করেছেন নব রূপে সজ্জিত হৃষীকেশ স্টেশনের প্রথম ছবি।

ছবি শেয়ার করে রেলমন্ত্রী তাঁর টুইটারে লিখেছেন, ১২৫ কিলোমিটার হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের আওতায় নতুন করে তৈরি হল যোগ নগরী হৃষীকেশ রেল স্টেশন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও হৃষীকেশ স্টেশনের ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী পিযুষ গোয়েলকে।

‘যোগ নগরী’ হৃষীকেশ স্টেশনের প্রবেশপথ

তিনি লিখেছেন, হৃষীকেশ পর্যন্ত শীঘ্রই রেল চলাচল শুরু হবে। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেললাইনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

তিনি আশাবাদী, ২০২৪-২৫ সালের মধ্যে কর্ণপ্রয়াগে রেললাইন পৌঁছে যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পের ৮০ শতাংশই যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে।

‘যোগ নগরী’ হৃষীকেশ স্টেশনের প্লাটফর্ম

প্রকল্প অনুযায়ী হৃষীকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে তৈরি হবে মোট ১২টি স্টেশন। এগুলি হল হৃষীকেশ, শিবপুরী, ব্যাসী, দেবপ্রয়াগ, আক্সলরী, মলেথা, শ্রীনগর, ধারী দেবী, রুদ্রপ্রয়াগ, ঘোলতীর, গৌচর ও কর্ণপ্রয়াগ।

‘যোগ নগরী’ হৃষীকেশ স্টেশনে গাড়ি রাখার জায়গা
রেলমন্ত্রীর টুইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *