গঙ্গাবক্ষে ‘হেরিটেজ ক্রুজ’, মাত্র ৩৯ টাকায়

ভ্রমণঅনলাইন ডেস্ক: কলকাতা শহরের গঙ্গাতীরের ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম তথা ডব্লিউবিটিসি। ১ অক্টোবর থেকে তারা চালু করেছে ‘গ্যাঞ্জেস রিভার হেরিটেজ ক্রুজ’ পরিষেবা। সুসজ্জিত জলযানে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণ করছেন পর্যটকরা। এবং শহরের প্রতিটি ঐতিহাসিক ঘাট দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা।

সপ্তাহে ৭ দিনই চালু রয়েছে এই পরিষেবা। আর এর জন্য খরচ পড়ছে মাত্র ৩৯ টাকা। গোটা ক্রুজ দেড় ঘণ্টার।

সোমবার থেকে শুক্রবার দিনে দু’ বার ক্রুজ – বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টায়। আর শনিবার ও রবিবার চার বার করে হবে এই লঞ্চযাত্রা – দুপুর ১২টা, দুপুর ২টো, বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টায়।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি দিন এই লঞ্চযাত্রা শুরু ও শেষ হচ্ছে মিলেনিয়াম পার্কে। এই যাত্রাপথে দেখা যাচ্ছে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতিবিজড়িত মায়ের ঘাট। ঘাটগুলির ইতিহাসও আপনাকে এই যাত্রার সময়ে জানিয়ে দিচ্ছেন গাইড।

লঞ্চের মধ্যেই রয়েছে ক্যাফেটারিয়া। সেখানে আপনি আপনার পছন্দমতো খাবার অর্ডার করতে পারবেন। তবে এর খরচ দিতে হবে যাত্রীদেরই। পুজোর ঠিক আগে আগে এই সস্তার ক্রুজ শহরবাসীকে আনন্দ দিতে পারে বলে মনে করছে রাজ্য।

ভ্রমণঅনলাইনে আরও পড়তে পারেন

পুজোয় ঠাকুর দেখতে চলুন, পশ্চিমবঙ্গ পর্যটনের প্যাকেজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *