১৫ জুন থেকে পর্যটকদের জন্য ফের খুলছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প

ভ্রমণঅনলাইন ডেস্ক: আগামী ১৫ জুন থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের জেরে লকডাউন চলতে থাকায় সুন্দরবনে পর্যটন বন্ধ ছিল। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের চিফ কনজারভেটর অফ ফরেস্টস অ্যান্ড ফিল্ড ডিরেক্টরের জারি করা এক নির্দেশ থেকে এই খবর জানা গিয়েছে।

ওই নির্দেশে বলা হয়েছে, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) গাইডলাইন অনুসরণ করে আগামী ১৫ জুন থেকে ব্যাঘ্র প্রকল্পে আবার ইকো ট্যুরিজম শুরু হচ্ছে।

এনটিসিএ-র গাইডলাইন অনুযায়ী নিম্নলিখিত শর্তগুলি মানতে হবে –

(১) বোটে/লঞ্চে ওঠার আগে সব পর্যটক ও নৌকর্মীর শরীরের তাপমাত্রা সংস্পর্শহীন থার্মোমিটারের সাহায্যে মাপা হবে।

(২) সারা ট্যুরে সব পর্যটক ও নৌকর্মীকে মাস্ক ও ফেস শিল্ড ব্যবহার করতে হবে।

(৩) সব ক’টি বোটে/লঞ্চে স্যানিটাইজার/হ্যান্ড ওয়াশ রাখতে হবে এবং বোটে/লঞ্চে ওঠার আগে বা বোট/লঞ্চ থেকে নামার সময় বা যখন প্রয়োজন হবে তা ব্যবহার করতে হবে।

(৪) ১০ বছরের নীচে বা ৬৫ বছরের ওপরের কাউকে ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে দেওয়া হবে না।

(৫) শারীরিক দূরত্বের বিধি মেনে চলার জন্য এক একটি ক্যাম্পে এক এক সময় ৫টির বেশি বোট/লঞ্চ থাকতে পারবে না।

(৬) শারীরিক দূরত্বের বিধি মেনে চলার জন্য এক একটি বোটে/লঞ্চে পর্যটক ও কর্মী মিলিয়ে নিম্নলিখিত সংখ্যক সর্বাধিক মানুষ থাকতে পারবেন –

(ক) ২ সিলিন্ডার বোট – ১২ জন।

(খ) ৪ সিলিন্ডার বোট – ১৮ জন।

(গ) ৫ সিলিন্ডার বোট – ২৫ জন।

(ঘ) ৬ সিলিন্ডার বোট – ৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *