বেড়াতে চলুন ‘চলো বেড়াই’ এবং ‘সুহানা সফর’-এর সঙ্গে

chalo berai suhana safar

ভ্রমণঅনলাইন ডেস্ক: ভ্রমণপিপাসু বাঙালিকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য সর্বদা তৈরি ‘চলো বেড়াই’ এবং ‘সুহানা সফর’। দক্ষিণ কলকাতার ভবানীপুরস্থিত এই দুই সংস্থা কাজ করে এক সঙ্গে। যৌথ উদ্যোগে বাঙালিদের বেড়াতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন ‘চলো বেড়াই’-এর দেবজ্যোতি ঘোষ এবং ‘সুহানা সফর’-এর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

এই মুহূর্তে যে প্যাকেজগুলি এই দুই সংস্থা যৌথভাবে করছে সেগুলি হল-

১) রাজস্থান প্যাকেজ

১৪ দিনের এই প্যাকেজে থাকছে জয়পুর, অজমের, মাউন্ট আবু, উদয়পুর, জৈসলমের এবং জোধপুর। আগামী ১৪ ডিসেম্বর রওনা। এই প্যাকেজে মোট খরচ জনপ্রতি ১৬,০০০ টাকা।

২) কেরল এবং কন্যাকুমারী

২৪ ডিসেম্বর রওনা। এই প্যাকেজের রাত্রিবাস রয়েছে এর্নাকুলম, মুন্নার, কুমিলি, আলেপ্পি, তিরুঅনন্তপুরম, কন্যাকুমারী এবং কোচিতে। ১৩ দিনের এই প্যাকেজে মোট খরচ জনপ্রতি ১৮,০০০ টাকা।

চলো বেড়াইয়ের কর্ণধার দেবজ্যোতি ঘোষ

৩) বিশাখাপত্তনম-আরাকু

এই প্যাকেজ ন’দিনের। রওনা আগামী ২২ জানুয়ারি।

৪) বৈষ্ণোদেবী-সহ কাশ্মীর

বৈষ্ণোদেবী ছাড়াও ১২ দিনের এই প্যাকেজে রয়েছে শ্রীনগর এবং পহেলগামও। আগামী বছর ৯ মার্চ রওনা। জনপ্রতি খরচ ১৫,০০০ টাকা।

৫) লাদাখ-সঙ্গে বৈষ্ণোদেবী

মোট ১৫ দিনের এই সফর শুরু আগামী বছর ২৮ মে। এই সফরে লেহ এবং পার্শ্ববর্তী অঞ্চলের পাশাপাশি বৈষ্ণোদেবীও ঘুরিয়ে আনা হবে।

৬) আন্দামান প্যাকেজ

পোর্ট ব্লেয়ার, হ্যাভলক দ্বীপ এবং নীল দ্বীপে রাত্রিবাস মিলিয়ে মোট ৬ রাত ৭ দিনের এই প্যাকেজ। বিমান ভাড়া-সহ এই প্যাকেজে খরচ জনপ্রতি ১২,০০০ টাকা। রওনা যে কোনো দিন।

সুহানা সফরের কর্ণধার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

এ ছাড়াও মধ্যপ্রদেশ, শিমলা-কুলু মানালি, মুম্বই-গোয়া এবং সমগ্র দক্ষিণ ভারতেরও প্যাকেজ রয়েছে এই সংস্থার। তবে সে প্যাকেজগুলির তারিখ এখনও নির্ধারিত হয়নি। বিদেশ প্যাকেজও রয়েছে ‘চলো বেড়াই’ এবং ‘সুহানা সফর’-এর। ইচ্ছুক পর্যটকদের জন্য সিঙ্গাপুর এবং ব্যাংকক-পটায়া সফরও রয়েছে তাদের।

শুধু এই প্যাকেজগুলিই নয়, দেশের বিভিন্ন প্রান্তের হোটেল বুকিং-ও করিয়ে দেয় এই সংস্থা। ট্রেনের এবং বিমানের টিকিট ছাড়াও দেশের যে কোনো প্রান্তের গাড়ির বুকিং-ও করানো হয় এখান থেকে।

এই প্যাকেজগুলিতে বেরিয়ে পড়ার জন্য যোগাযোগ করুন-

দেবজ্যোতি ঘোষ (৯৮৩০০২৫৭৮৯), বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (৮০১৭২০১১০৭/৯৮৩০২৩৬২২৪) এবং বিশ্বনাথ সর্দার (৮৯১০৯২৯১২০)। 

ঠিকানা- ৩৯/১/৩ কালীঘাট রোড, ভবানীপুর, কলকাতা-২৫ (মুক্তদল ক্লাবের পাশেই)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *