করোনাভাইরাস: পর্যটকদের জন্য তাজমহল বন্ধ, বন্ধ লালকেল্লা, কুতব আর রাজঘাটও

ভ্রমণ অনলাইনডেস্ক: বন্ধ হয়ে গেল তাজমহলের দরজা। আজ মঙ্গলবার থেকে পর্যটকরা আপাতত তাজমহলে ঢুকতে পারবেন না। নোভেল করোনাভাইরাস (novel coronavirus) বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সোমবার রাতে এই সিদ্ধান্ত করেছেন এবং তাঁদের এই সিদ্ধান্তের কথা ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণকে জানিয়ে দেওয়া হয়েছে।

তাজমহল বন্ধের সিদ্ধান্ত দেশের পর্যটন শিল্পে বড়ো ক্ষতি ডেকে আনবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করছেন। কারণ এর ফলে পর্যটন ক্ষেত্রে আগরাকে কেন্দ্র করে যে সব বুকিং হয়ে আছে, সে সবই বাতিল হয়ে যাবে।

এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫ জন, মারা গিয়েছেন ৩ জন। দেশের বেশির ভাগ রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল-সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।

যে সব স্মারক এবং মিউজিয়াম টিকিট কেটে দেখতে হয়, সেগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ৭/ মানসদর্শন

শুধুমাত্র সাধারণ পর্যটকদের কাছেই নয়, বিদেশি অতিথিদের কাছেও তাজমহল একটা প্রধান আকর্ষক স্মারক। স্থানীয় অর্থনীতির রমরমা এই তাজমহলকে কেন্দ্র করেই। স্থানীয় মানুষজনের অনেকেই তাজমহলের উপর নির্ভর করে জীবন ধারণ করেন।

উল্লেখ্য, গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ভারত সফরে এসে তাজমহল ঘুরে যান।

দিল্লিতে লালকেল্লা, কুতবমিনার ও রাজঘাট এবং মুম্বইয়ে মুম্বাদেবী মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *