সুন্দরবনে পর্যটনের প্রসারে বিশেষ উদ্যোগ মৎস্য উন্নয়ন নিগমের

ভ্রমণ অনলাইনডেস্ক: সুন্দরবনে পর্যটনের প্রসারে বিশেষ উদ্যোগ নিল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। নামখানা থেকে ১২ কিলোমিটার দূরে চন্দনপিঁড়়িতে নতুন পর্যটন কেন্দ্র গ়ড়ে তুলছে মৎস্য উন্নয়ন নিগম। সপ্তমুখী নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এলাকায় ‘ইকো ফিশ টুরিজম’ প্রকল্পে তৈরি করা হবে। ২০২০ সালের মধ্যে এই নতুন পর্যটন কেন্দ্রের দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

পর্যটকদের থাকার জন্য চারটে কটেজ এই প্রকল্পে গড়ে তোলা হবে। দ্বিশয্যার চারটে কটেজই থাকবে জলের ওপরে। সমুদ্র ও নদীর মিলনস্থলে সুন্দরবনের ম্যানগ্রোভের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

এ ছাড়াও সুন্দরবন অঞ্চলে তৈরি হচ্ছে নতুন জেটি, নতুন রাস্তা। অত্যাধুনিক লঞ্চে ভগবতীপুরের কুমির প্রকল্প দেখানো হবে।

ওই অঞ্চলেই পর্যটকদের জন্য প্রায় ৫০ ফুট উঁচু একটি ‘ওয়াচ টাওয়ার’ বা নজরমিনার গড়ে তোলা হবে। মৎস্যমন্ত্রী বলেন, ‘‘দক্ষিণ ২৪ পরগনার হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জে দু’টি পর্যটন কেন্দ্র গড়ে সাফল্য এসেছে। তাই নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে চন্দনপিঁড়়িতে।’’  

এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই নতুন পর্যটনস্থল খুলে যাবে বাঙালিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *