ছুটির মরশুমের আগে সুখবর, হোটেল ভাড়ায় কমল জিএসটির হার

ভ্রমণঅনলাইন ডেস্ক: ভ্রমণপিপাসু মানুষদের খুশির খবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। হোটেল ভাড়ায় কমানো হল জিএসটির হার। 

অর্থনীতিকে চাঙ্গা করতে শুক্রবার কর্পোরেট কর কমানোর ঘোষণা করেছিলেন নির্মলা। ওই দিন সন্ধ্যায় জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে নির্মলা হোটেল ভাড়ায় জিএসটি কমানোর কথা জানান।  অর্থমন্ত্রীর ঘোষণা, এক রাতের ১০০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় লাগবে না কোনো জিএসটি। এক রাতে ১০০১ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত ভাড়ার হোটেল ঘরের ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ। ৭৫০০ টাকার উপরে ভাড়ায় জিএসটি কমে হল ১৮ শতাংশ। আগে তা ছিল ২৮%। আউটডোর কেটারিংয়ে জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ। বর্তমানে ইনপুট ট্যাক্স ক্রেডিট যুক্ত হয়ে তা ১৮%।  কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, পর্যটনকে উৎসাহিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।     

আরও পড়ুন দরিয়াগঞ্জের রবিবারের বইবাজার পেল নতুন ঠিকানা

উল্লেখ্য, প্রথম বার যখন জিএসটি চালু হয়েছিল তখন হোটেল ভাড়ায় তিন ধাপে এই কর নেওয়ার সিদ্ধান্ত হয়। ১০০১ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত ঘরভাড়ায় ১২, এবং ২৫০১ থেকে ৭৫০০ পর্যন্ত ঘরভাড়ায় ১৮ শতাংশ এবং ৭৫০১ টাকা বার বেশি ভাড়ায় ২৮ শতাংশ কর নেওয়া হত।        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *