বর্ষায় পর্যটক টানতে বিশেষ ‘উপহার’ ছত্তীসগঢ় পর্যটনের

chattisgarh tourism

ওয়েবডেস্ক: দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সদাই তৎপর ছত্তীসগঢ়। এই বর্ষার মরশুমেও যাতে পর্যটকদের টানা যায় সে জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে ছত্তীসগঢ় ট্যুরিজম বোর্ড।

কী সেই উপহার?

ছত্তীসগঢ় পর্যটনের আওতায় থাকা রিসর্টগুলিতে ঘরভাড়ার ওপরে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছে সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১২টা রিসোর্ট রয়েছে পর্যটনের। এর মধ্যে দু’টি রিসর্ট ছাড়া সবগুলিতেই এই ছাড় দিচ্ছে তারা।

যে দু’টিতে তারা ছাড় দিচ্ছে না, সেগুলি  হলও চিত্রকোট জলপ্রপাতের কাছে ডানডামি রিসর্ট এবং ধামতারিতে বরদিহা লেক ভিউ রিসর্ট। একটা কথা বলতেই হয়, বর্ষায় কিন্তু চিত্রকোট প্রপাতের রূপ এক কথায় অসাধারণ হয়।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়ের ব্যবস্থা থাকবে।

সুতরাং আর ভাবছেন কী, ট্রেনে এখনও জায়গা পাবেন। ব্যাগপত্তর নিয়ে বেরিয়ে পড়ুন। ঘুরে আসুন ছত্তীসগঢ়। দেখে নিন বর্ষার অনন্য রূপ। বিশদে জানার জন্য লগইন করুন ছত্তীসগঢ় পর্যটনের ওয়েবসাইট visitcg.in-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *