প্রসাদ প্রকল্পে উন্নীত হবে দেশের ২৬টা ধর্মীয় শহর, পশ্চিমবঙ্গের কোন শহর তালিকায়?

ভ্রমণঅনলাইন ডেস্ক: পর্যটন দফতরের ‘প্রসাদ’ প্রকল্পে দেশের ২৬টা ধর্মীয় শহরকে উন্নীত করা হবে। ২৬টা শহরের সেই তালিকা প্রকাশ করা হয়েছে দফতরের তরফ থেকে।

পশ্চিমবঙ্গের একমাত্র শহর হিসেবে এই তালিকায় রয়েছে বেলুড়। এ ছাড়া, ভারতের ১৮টা রাজ্যের ২৫টা শহর স্থান পেয়েছে এই তালিকায়। সেই শহরগুলি হল অন্ধ্রের অমরাবতী এবং শ্রীশৈলম, অসমের কামাখ্যা, বিহারের পটনা এবং গয়া, গুজরাতের দ্বারকা এবং সোমনাথ, হরিয়ানার গুরুদ্বার নন্দ সাহেব, কাশ্মীরের হজরতবল এবং কাটরা, ঝাড়খণ্ডের দেওঘর, কর্নাটকের চামুণ্ডেশ্বরী দেবী, কেরলের গুরুবায়ুর, হিমাচলের উনা, মধ্যপ্রদেশে ওঙ্কারেশ্বর, মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর, ওড়িশার পুরী, পঞ্জাবের অমৃতসর, রাজস্থানের অজমেঢ়, তামিলনাড়ুর কাঞ্চিপুরম এবং বেল্লাকানি, উত্তরপ্রদেশের বারাণসী এবং মথুরা ও উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদরীনাথ। 

আরও পড়ুন সবুজ প্রকৃতি আর জলাধার নিয়ে গাংরেল, চলুন এই বর্ষায়

শহরগুলির উন্নীত করে তোলার জন্য রাজ্যগুলির কাছে আর্থিক সহায়তা পাঠানো শুরু করেছে পর্যটন দফতর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *