চলুন ঘুরে আসা যাক শিমলা

shimla_christ church_

ভ্রমণঅনলাইনডেস্ক: ইংরেজ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী, অধুনা হিমাচল প্রদেশের রাজধানী শিমলা বরাবরই পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান। আধুনিক ব্যবস্থা, নানা রকম সুযোগসুবিধা এবং অসংখ্য দ্রষ্টব্যস্থানের জন্য শিমলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ শৈলশহর (২২১৩ মিটার)। হিমালয়ের এই পাহাড়ি শহরটি ওক, দেবদারু, পাইন ও রডোডেনড্রন গাছে ঘেরা। খোলামেলা ম্যাল,  দূরে বরফাবৃত শৃঙ্গ এবং উপত্যকায় বয়ে চলা ছোটো ছোটো জলের ধারা সত্যিই মুগ্ধ করে। 

শহরে কোথায় কোথায় যাবেন

দ্য রিজ

শহরের মাঝে এই খোলা জায়গা দিয়ে দেখা যায় পাহাড়শ্রেণি। সকাল-সাঁঝে পায়ে পায়ে বেড়ানোর মনোরম জায়গা। এর শেষ প্রান্তে ১৭৫ বছর আগে গড়া ‘নিও-গথিক’ স্থাপত্যশৈলীর নজির ‘ক্রাইস্ট চার্চ’ আর এরই লাগোয়া ‘নিও টিউডর’ স্থাপত্যশৈলীর নজির লাইব্রেরি ভবনে অবশ্যই যাবেন।

shimla_scandal point
স্ক্যান্ডাল পয়েন্ট।

স্ক্যান্ডাল পয়েন্ট

ম্যাল ও রিজের সংযোগে লাজপত রায় চক তথা কিপলিঙের স্ক্যান্ডাল পয়েন্ট। এখান থেকেই ভাইসরয়ের কন্যা অপহৃতা হন। তাই এই নাম।  

জাখু হিলস

রিজের পাশ দিয়ে ট্যুরিস্ট অফিসের সামনে দিয়ে পথ গিয়েছে শিমলা শহরের সর্বোচ্চ স্থান, জাখু হিলসে (২৪৫৫ মি)। রিজ থেকে খাড়া চড়াই পথে ২ কিমি। জাখুর চুড়োয় হনুমান মন্দিরও আছে। জাখু হিলস যাওয়ার এই পাহাড়ি পথে হেঁটে যাওয়ার মজাই আলাদা। তবে বাঁদরের উৎপাত থেকে সাবধান। উপর থেকে শিমলা শহর সুন্দর দৃশ্যমান।

way to jakhu hills
জাখু হিলসের যাওয়ার পথ।

সেন্ট মাইকেল ক্যাথিড্রাল

এই চার্চটি শিমলার ম্যালে ডিস্ট্রিক্ট কোর্টের নীচেই অবস্থিত।

জনি’স ওয়্যাক্স মিউজিয়াম

মাদাম তুসোর মিউজিয়ামের মতোই এই মিউজিয়াম। বলিউড, খেলার জগত-সহ বিভিন্ন ক্ষেত্রে জগদ্বিখ্যাতদের মোমের মূর্তি রাখা আছে। এই মিউজিয়ামটি ম্যালে এইচপিটিডিসি লিফটে অবস্থিত।

স্টেট মিউজিয়াম

বিধানসভা ছাড়িয়ে ম্যাল ধরে চার্চ থেকে ৩ কিমি গিয়ে ইনিভেরাম পাহাড়চুড়োয়। হিমাচল প্রদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন নমুনা রয়েছে এই মিউজিয়ামে। রয়েছে চিত্রশিল্প, হস্তশিল্প, পুরাতাত্ত্বিক নমুনা। মিউজিয়াম সোমবার এবং অন্যান্য ছুটির দিনে বন্ধ থাকে।

shimla kalibari
শিমলা কালীবাড়ি।

শিমলা কালীবাড়ি

ম্যাল থেকে চড়াই পথে বানটনি পাহাড়ে অবস্থিত এই মন্দির পর্যটকদের প্রধান আকর্ষণ। ১৮৪৫ সালে তৈরি এই মন্দিরে বাঙালি পর্যটকদের বেশি দেখা যায়। মা কালী বা শ্যামলা দেবীর নামানুসারে এই শিমলা শহরের নামকরণ করা হয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি

১৯৮৩ মিটার উচ্চতায় ম্যাল থেকে ৪ কিমি দূরে অবস্থিত ব্রিটিশ শৈলীতে বানানো এই ভবনটি ব্রিটিশ আমলে ভাইসরয়ের বাসভবন ছিল। তার পর স্বাধীনোত্তর ভারতে হয় রাষ্ট্রপতির গ্রীষ্মবাস। এটি এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি। ইনস্টিটিউট সংলগ্ন লন এবং সবুজ বন এর বাড়তি আকর্ষণ। এখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং রবিবার ও অন্যান্য ছুটির দিনে এটি বন্ধ থাকে।

দ্য গ্লেন

শহর থেকে ৪ কিমি দূরে ১৯৮৩ মিটার উচ্চতায় ওক, দেবদারু, পাইন, পপলারের গহীন বন, বয়ে চলেছে পাহাড়ি নদী। আকর্ষণীয় পিকনিক স্পট।

the glen
গ্লেনে যাওয়ার পথ।

আনানদেল

গ্লেনের পুবে শহরের নিচুতে পাহাড়ে ঘেরা পাইন আর দেবদারুতে ছাওয়া অঞ্চল। ব্রিটিশ রমণী আন্নার প্রথম আগমনের স্মারক রূপে নাম। সান্ধ্যভ্রমণে রমণীয় আনানদেল। এর এক প্রান্তে একটি বহু প্রাচীন মন্দির আছে।

প্রসপেক্ট হিল

শহর থেকে ৫ কিমি পশ্চিমে ২১৪৫ মিটার উঁচুতে বয়লৌগঞ্জ থেকে মিনিট পনেরো পাহাড়িপথে চড়ুইভাতির মনোরম স্থান। নৈসর্গিক শোভার জন্য প্রসপেক্ট হিলের খ্যাতি।

কামনাদেবী মন্দির

প্রসপেক্ট চুড়োয় ৩০০ বছরের প্রাচীন কামনাদেবীর তথা দুর্গার মন্দির। মন্দিরচত্বর থেকে পুরো সিমলা শহরটি দেখা যায়।

তারাদেবী মন্দির

শহর থেকে সাড়ে ৯ কিমি দূরে ১৮৫১ মিটার উঁচুতে তারাদেবী মন্দির।

সঙ্কটমোচন মন্দির

তারাদেবী যাওয়ার পথে পড়ে সঙ্কটমোচন মন্দির। ১৮৭৫ মিটার উচ্চতায় হনুমান মন্দির।

chadwick falls
চাদউইক ফলস।

চাদউইক ফলস

শহর থেকে ৫ কিমি আগে ১৯৮৩ মিটার উচ্চতায় স্টেশন সামার হিল। এখান ত্থেকে আরও ২ কিমি উত্তরে ১৫৮৬ মিটার উচ্চতায় ৬৭ ফুট উঁচু থেকে নামছে চাদউইক ফলস। বর্ষায় রূপ বাড়ে প্রপাতের।   

শিমলার আশেপাশে

ওয়াইল্ড ফ্লাওয়ার হল

শহর থেকে ১৩ কিমি দূরে কুফরির পথে রূপসী তীর্থন উপত্যকায় ২৫৯৩ মিটার উঁচুতে পাইনে ছাওয়া ২২ হেক্টর এলাকা জুড়ে ওয়াইল্ড ফ্লাওয়ার হল। বর্ষার পর পাহাড়ি ফুলের সম্ভার জায়গাটি মধুময় করে তোলে।

kufri
কুফরি।

কুফরি

ওয়াইল্ড ফ্লাওয়ার হল থেকে ৩ কিমি তথা শিমলা থেকে ১৬ কিমি দূরে ২৭২০ মিটার উচ্চতায় দেবদারুতে ছাওয়া পটে আঁকা ছবি কুফরি। তুষারাবৃত পর্বতশ্রেণি সুন্দর দৃশ্যমান কুফরি থেকে। এখানেই রয়েছে ইন্দিরা ট্যুরিস্ট পার্ক, বিপরীতে হিমালয়ান নেচার পার্ক ও মিনি জু। হেঁটে বা ঘোড়ায় চড়ে চলে যান মহাসু পিকে। আগে শীতকালে কুফরিতে স্কি-এর আসর বসত।

ফাগু

কুফরি থেকে ৬ এবং শিমলা থেকে ২২ কিমি দূরে ২৫১০ মিটার উচ্চতায় নৈসর্গিক শোভার জন্য বিখ্যাত।  

চায়ল

শিমলা থেকে কুফরি হয়ে ৪৫ কিমি দূরে ২২৫০ মিটার উচ্চতায় চায়ল। পাটিয়ালা স্টেটের গ্রীষ্মকালীন রাজধানী ছিল চায়ল। চায়ল প্রাসাদ  এখন হিমাচল প্রদেশ পর্যটন পরিচালিত একটি বিলাসবহুল হোটেল। দেবদারু, ওক, রডোডেনড্রন আর হেমলকে ছাওয়া চায়লে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট খেলার মাঠ। লিটল মাউনটেনস হেভেনও বলা হয় চায়লকে।

chail
আগে ছিল প্রাসাদ, এখন হোটেল। চায়ল।

মাসোব্রা

শিমলা থেকে ১৪ কিমি দূরে ২১৪৯ মিটার উঁচুতে চড়ুইভাতির মক্কা মাসোব্রা। আছে কাঠের মন্দিরে দেবী মহাকালী ও শিব, আর আছে ভীমাকালী পাহাড়চুড়োয়। আরও ৩ কিমি যেতে ক্রেগনানোর-এ ওক আর পাইনের গহন বনে অ্যামিউজমেন্ট পার্ক।

নলদেরা

শিমলা ৮ কিমি পুবে ঢালি হয়ে আরও ১৫ কিমি যেতে ২০৪৪ মিটার উচ্চতায় পর্যটকদের স্বর্গরাজ্য নলদেরা। মুহুর্মুহু বাঁক নিয়ে পথ নামে নিচুতে, বয়ে চলেছে শতদ্রু নদী। আর আছে প্রাচীন মন্দির, দেবতা মাহুং নাগ। আছে বিশ্বের প্রাচীনতম নাইন হোল গলফ্‌ কোর্স।

তত্তপানি

নলদেরা থেকে আরও ২৩ কিমি দূরে ৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত তত্তপানি, উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। বয়ে চলেছে শতদ্রু নদী।  

tattapani
তত্তপানি।

কী ভাবে শিমলা যাবেন

জুব্বের হাট্টি বিমানবন্দর থেকে ২৩ কিমি দূরে শিমলা শহর। গাড়ি ভাড়া করে চলে আসুন। এ ছাড়া কালকা স্টেশন থেকে শিমলা যাওয়ার জুন্য রয়েছে ন্যারোগেজ টয় ট্রেন। ভারতের প্রায় সব বড়ো জায়গার সঙ্গে কালকা ট্রেনপথে যুক্ত। অথবা ভারতের যে কোনো জায়গা থেকে দিল্লি আসুন। দিল্লি থেকে ট্রেনে কালকা। এ ছাড়া চণ্ডীগড় থেকে ১১৭ কিমি, দিল্লি থেকে ৩৭০ কিমি শিমলা। দিল্লি এবং চণ্ডীগড় থেকে শিমলা আসার জন্য লাক্সারি বাস ও ট্যাক্সির ব্যবস্থা আছে। কালকা থেকেও গাড়ি ভাড়া করে শিমলা আসতে পারেন, দূরত্ব ৮৭ কিমি। ট্রেনের সময় জানতে পারবেন erail.in থেকে।

কী ভাবে ঘুরবেন

শিমলার দ্রষ্টব্যর অনেকগুলিই হেঁটে ঘুরে নিতে পারেন। একটু দূরের যেগুলো, গাড়ি ভাড়া করে ঘুরুন।

এ ছাড়া হিমাচল পর্যটনের প্যাকেজ ট্যুরেও ঘুরতে পারেন শিমলার আশেপাশের জায়গাগুলি। হিমাচল পর্যটনের অফিসের ঠিকানা – দ্য ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, স্ক্যন্ডাল পয়েন্ট, দি ম্যাল, সিমলা। ফোন নং-০১৭৭-২৬৫২৫৬১, ২৬৫৮৩০২। ই-মেল: shimla@hptdc.in

hotel shimla
হোটেল হলিডে হোম, হিমাচল পর্যটন, শিমলা।

কোথায় থাকবেন

হিমাচল পর্যটনের হোটেল আছে শিমলা, কুফরি, নলদেরা, মাসোব্রা ও চায়লে। অনলাইন বুকিং https://himachaltourism.nic.in । এ ছাড়া প্রায় সব জায়গাতেই বেসরকারি হোটেল আছে। সন্ধান পাবেন নেট সার্চ করে।

আবহাওয়া

শীতকালে হিমাঙ্কের নীচে চলে গেলেও, গরমকালে এখানে বেশ মনোরম আবহাওয়া থাকে।

কেনাকাটা

বন্ধুবান্ধবের জন্য স্যুভেনির নিয়ে যেতে চান, ম্যালের আশেপাশেই আছে অনেক স্যুভেনির শপ। নইলে সে সব ছাড়িয়ে নেমে যান লক্কর বাজারে। সব কিছুই পাবেন সেখানে, বিশেষ করে কাঠের নানা সামগ্রী। আর তা না হলে ম্যাল থেকে সঙ্কীর্ণ গলিপথে নেমে বাজার। পেয়ে যাবেন ওয়াকিং স্টিক, কিন্নরী মাফলার, কুলু টোপি, শাল, পশম-জাত নানা কিছু।

shimla
পাহাড়ের গায়ে থরে থরে সাজানো।

হিমাচল পর্যটনের কলকাতা অফিস

এইচপি ট্যুরিজম, ইলেক্ট্রনিক সেন্টার, সেকেন্ড ফ্লোর, ১-১এ বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট, কলকাতা ৭০০০৭২। যোগাযোগ – ০৩৩-২২১২৬৩৬১, ০৩৩-২২১২৭৪৭০।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *